লম্বা চুলের স্বপ্ন প্রায় সব নারীর। কিন্তু আজকের দিনে চুল ঝরেপড়া আর ডগা ফাটার সমস্যায় নাজেহাল হয়ে কজনই বা লম্বা চুল রাখতে পারেন। ধোঁয়া-দূষণের হাজারো সমস্যার মধ্যে চুল ওঠা এখন নারী-পুরুষ সবার কাছেই একটা গুরুতর সমস্যা। বিশেষ করে এই বর্ষাকালে চুল যেন আরও বেশি পড়ে। এর কারণ হল স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় চুল সহজে শুকোতে চায় না। ভেজা চুল ওঠে বেশি। চুল ভেজা থাকলে চুলের গোড়ায় ফাংগাস জন্মায়, ড্যানড্রাফও হয়। কিন্তু হাজারো কাজের ব্যস্ততার মধ্যে আলাদা করে চুলের যত্ন নেওয়ার সময় কই? কলকাতার...

